
প্রকাশিত: Wed, Aug 2, 2023 11:37 PM আপডেট: Fri, May 9, 2025 11:38 PM
[১]ছাত্র অধিকার পরিষদ মিছিলে ছাত্রলীগের হামলায় ভিপি নুরসহ আহত ২৫
রিয়াদ হাসান: [২] গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ছাত্র অধিকার পরিষদের মিছিলে এই হামলার ঘটনা ঘটে।
[৩] বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ছিল ছাত্র অধিকার পরিষদের। বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা-মামলা, জনসাধারণ ও শিক্ষার্থীদের জানমালের ক্ষয়ক্ষতি এবং হয়রানি, মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করেছিল দলটি।
[৪] ছাত্র ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শাহবাগ মোড় থেকে একটি মিছিল নিয়ে সমাাবেস্থলের দিকে যাচ্ছিলেন। ছাত্র অধিকারের মিছিলটি টিএসসি মোড়ে এলে আগে থেকেই অবস্থানে খাাকা ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে গতিরোধ করে নুরের ওপর হামলা চালান।
[৫] এসময় তাকে কিল ঘুষি এবং লাথি মারতে দেখা যায়। এক পর্যায়ে ছাত্র অধিকারের নেতাকর্মীরা বাংলা একাডেমির সামনের সড়ক দিয়ে ওই এলাকা ত্যাগ করেন।
[৬] এ ঘটনায় সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলের আরো কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঢামেকে আসা আহতদের মধ্যে রয়েছে মহেদী হাসান, আব্দুল জাহেদ, সাদ সিকদার, ইউসুফ, সাব্বির, তোফায়েল আহামেদ, রাকিব, আকাশ প্রমুখ।
[৭] বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
[৮] হামলার ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তিনি বলেন, গতকাল(মঙ্গলবার) রাতে ছাত্রদলের ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার দুটি স্কিনশট ভাইরাল হয়। এতে বহিরাগত সন্ত্রাসীদের ক্যাম্পাস অস্থিতিশীল ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্টের চক্রান্তের শঙ্কায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করছিল।
[৯] এ সময় নুরুল হক নুরু কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে তাদের মানববন্ধনের পথ রুদ্ধ করতে চায়। তখন সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করে। এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের কোনও সংশ্লিষ্টতা নেই। সম্পাদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
